ডা. পুলক: “25 years of Crossing School Boundaries” এ শ্লোগানে ফেসবুক গ্রুপ “SSC98_HSC00 Canada_Chapter”-এর উদ্যোগে কানাডা প্রবাসী বন্ধুদের এক বিশাল মিলনমেলা স¤প্রতি অনুষ্ঠিত হয়েছে।
প্রবাস জীবনের সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে শৈশব-কৈশোরের বন্ধুদের সাথে আনন্দঘন পরিবেশে সময় কাটানোর নিমিত্তে প্রাণের টানে ২১ই মে,২০২৩ রোজ রবিবার সকলে ছুটে আসে টরেন্টোর এক ব্যাংকুয়েট হলে।
আনন্দ আয়োজনে উপস্থিত হয়ে অনেকে খুঁজে পেয়েছে তার ছোট্টবেলার বন্ধুকে আবার কেউ বহুবছর পর দেখা পেয়েছে বন্ধুকে এই অনুষ্ঠানের মাধ্যমে। সবার যেন মুখে একটাই কথা, বন্ধু শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে তার পরিমাপ করার সাধ্য কারো নেই। তাই কেউ হাজার মাইল আবার কেউ শ’মাইল পার করে এসেছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতে অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্ব হয়। কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে বিদেশে চলে আসে। এভাবে সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বন্ধুত্বের মনের মণিকোঠায় একের অপরের জন্য সেই টানটা সবসময় রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে দেখা এবং একে-অন্যের পাশে দাঁড়ানোর প্রত্যয়ের জন্যই “SSC98_HSC00 Canada_Chapter” এই আয়োজন।
এস.এস.সি পাশের পঁচিশ বছরকে স্মরণ করতে আয়োজিত অনুষ্ঠানে বন্ধুরা একদিকে যেমন একে অপরকে স্মৃতিকাতর করেছে, অন্যদিকে আবার সকলকে আগামীর পথে একত্রে পথচলার জন্য অঙ্গীকারাবদ্ধও করেছে। এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন টরেন্টোর বেশ কয়েকজন রিয়েলটর ও ল’ইয়ার; কৃতজ্ঞতা তাদের।
বিকেল ছয়টায় অনুষ্ঠান শুরু হয় পরিচিত পর্ব আর স্মৃতিরোমন্থন দিয়ে । হাসি আর হালকা আড্ডার মধ্যেই একে অপরের সাথে পরিচিত হতে পেরেছে। মুল আয়োজনে ছিলো কোরান তেলওয়াত আর কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা। তারপর শিশুদের অনুষ্ঠান ছিলো নানা বৈচিত্র্য ভরপুর। নাচ-গান আর ফ্যাশন শো দিয়ে দর্শকদের ব্যাপক বিনোদিত করেছে আমাদের সকল বাচ্চারা।
বাচ্চাদের অনুষ্ঠানের পর আনন্দ আয়োজনে আরো ছিল ৯৮ বন্ধুদের পরিবেশনায় নাচ-গান, কবিতা পাঠসহ বর্ণিল আলোকোজ্জ্বল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সবাই হেসে খেলে নেচে গেয়ে উপভোগ করেছে অনুষ্ঠানটি পুরোটা সময়। মাঝখানে ছিলো বুফে খাবারের আয়োজন আর বিশেষ আয়োজন ৩৬০ ফটোবুথ।
প্রাণবন্ত অনুষ্ঠান শেষে সকলে প্রতিবছর এমনই আনন্দ আয়োজনের প্রত্যাশা আর বন্ধুত্বকে চির অমলিন রাখার প্রতিজ্ঞা নিয়ে আগামীতে দেখা হবে এই ইচ্ছা প্রকাশ করে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।