টরন্টো : করোনাকালীন কানাডিয়ান সরকারের বিভিন্ন সহায়তা সম্পর্কিত তথ্য প্রদানের লক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন এন্ড নলেজ। সংগঠনের ফেসবুক গ্রুপে (CANADIAN CENTRE FOR INFORMATION AND KNOWLEDGE) আলোচনাটি সরাসরি স¤প্রচারিত হবে আগামী শুক্রবার, ২৫ সেপ্টেম্বর টরন্টো সময় রাত ৯টায়।

কানাডিয়ান সেন্টারের পরিচালক তৌহিদা চৌধুরীর সঞ্চালনায় এ আলেচনায় উপস্থিত থাকবেন সংগঠনের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন ও কমিউনিটি এনগেজমেন্ট ওয়ার্কার সুষমা সরাফ।

উল্লেখ্য, করোনার সংকট উত্তরণে কানাডিয়ান সরকার এর বাসিন্দাদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করছে। গত ১৫ মার্চ শুরু হওয়া কানাডা ইমারজেন্সি রেসপন্স বেনিফিট (সিইআরবি)-এর মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ অক্টোবর, ২০২০। সরকার ইতোমধ্যে কানাডা রিকভারি বেনিফিট (সিআরবি) চালু এবং এমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স-এ কিছু পরিবর্তন এনেছে।
সিইআরবি, সিআরবি, ইআই ছাড়াও করোনাকালীন কানাডিয়ান সরকারের আরও বেশ কিছু সহায়তা কর্মসূচি রয়েছে। যেমন কানাডা রিকভারি সিকনেস বেনিফিট, কেয়ারগিভিং বেনিফিট, সিনিয়র ও ডিজএবিলিটি বেনিফিটস, ফ্যমিলি এন্ড কেয়ারগিভিং বেনিফিটস, স্টুডেন্ট এইডসহ আরও বিভিন্ন সহায়তা।

কমিউনিটির লোকদের তথ্য পরামর্শ ও উপাত্ত দিয়ে সহায়তার লক্ষ্যে কানাডিয়ান সেন্টার রেডক্রস এর সাথে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন। সংবাদ বিজ্ঞপ্তি