সোপর্টিস ডেস্ক : বার্সেলোনায় লুইস সুয়ারেজের দিন শেষ। নতুন চ্যালেঞ্জ নিতে ক্লাব খুঁজছেন সুয়ারেজ। তার জায়গায় ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ প্রথম পছন্দ ছিল কাতালানদের। মেসিও তার জাতীয় দলের সতীর্থকে বার্সায় চেয়েছিলেন। প্রবল আগ্রহ ছিল মার্টিনেজেরও।

কিন্তু টাকার অভাবে ইন্টার থেকে তাকে আনতে পারেনি বার্সা। ইতালির ক্লাবটি মার্টিনেজের জন্য ১১১ মিলিয়নের রিলিজ ক্লজ নির্ধারণ করে দিয়েছে। আলোচনায়ও মন গলেনি ইন্টারের।

মার্টিনেজের বিকল্প হিসেবে তাই ফ্রান্সের লিঁও থেকে কম দামের মেম্পিস ডিপের দিকে ঝুঁকেছিল বার্সা। কিন্তু ২৫ মিলিয়ন ইউরো দিয়েও নেদারল্যান্ডসের ওই স্ট্রাইকারকে কেনার সামর্থ্যও নেই বার্সার।

লিঁও প্রেসিডেন্ট জিয়ান মাইকেল আওলাস এমনই দাবি করেছেন। এমনকি বিষয়টি নিয়ে টুইটও করেছেন। বার্সা প্রেসিডেন্ট করোনার কারণে ক্লাবের আর্থিক সংকটের কারণে ডিপেকে কিনতে পারবে না বলে উল্লেখ করেছেন তিনি।

আওলাস লিখেছেন, ‘বার্সেলোনার প্রেসিডেন্ট আমাকে গত রোববার বলেছেন যে, করোনা সংকটের কারণে তারা মারাত্মক আর্থিক সংকটের মধ্যে আছেন। ডিপের জন্য তাই কোন প্রস্তাব দেওয়া এখনই তাদের পক্ষে সম্ভব নয়।’

বার্সার তাই চলতি মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নতুন কোন তারকা কিনতে পারার সম্ভাবনা কম। তাদের অপেক্ষা করতে হবে শীতকালীন দলবদলের মৌসুমের জন্য। অবশ্য এর মধ্যে কাউকে বিক্রি করতে পারলে গল্পটা ভিন্ন হতে পারে। বার্সার বিক্রির তালিকাও তো ছোট নয়।