অনলাইন ডেস্ক : চীন সরকার নিয়ন্ত্রিত উহান ল্যাবে করোনাভাইরাস তৈরি বলে দাবি করেছেন দেশটির ভাইরাস বিশেষজ্ঞ ডা. লি মেং ইয়ান। এর সপক্ষে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন তিনি।
হংকংয়ে কর্মরত শীর্ষস্থানীয় এই বিজ্ঞানী দাবি করেছেন যে, করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে চীন সরকার ভাইরাসটি সম্পর্কে জানতো। একটি অনুসন্ধানে তিনি এর প্রমাণ পেয়েছেন। খবর হিন্দুস্থান টাইমসের
হংকং স্কুল অব পাবলিক হেলথের ভাইরোলজি এবং ইমিউনোলজি বিশেষজ্ঞ ডা. লে মিং-কে নিরাপত্তার কারণ যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল।
গত ১১ সেপ্টেম্বর তিনি এক ব্রিটিশ টকশো’তে অজ্ঞাতস্থান থেকে সাক্ষাৎ দেন এবং করোনা নিয়ে এসব তথ্য জানান। সেসময়ে করা তার গবেষণা নিয়েও কথা বলেন লে মিং।
ডা. লি মেং বলেন, তিনি ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম দিকে এবং জানুয়ারির মাঝামাঝি সময়ে চীনে “নিউমোনিয়া” নিয়ে দুটি গবেষণা করেছিলেন। গবেষণার ফল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) পরামর্শদাতার সাথে শেয়ার করেছিলেন। তিনি আশা করেছিলেন তার সুপারভাইজার ডব্লিউএইচও’র পক্ষে কাজ করবে। কিন্তু তাকে সেসময় মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল।
ডা. লি মেং বলেন, আমাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু আমি যা জানা তা বিশ্ববাসীকে না জানাতে পেরে অনুশোচনায় ভুগছিলাম।