স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে ক্রিকেট দলের ওপর আরোপ করা সাময়িক নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন। ক্রিকেট বোর্ডের ওপর সরকারের অবৈধ হস্তক্ষেপের কারণে গত জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করে আইসিসি। নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে পারবে জিম্বাবুয়ে। এছাড়া ২০২০ সাল থেকে শুরু হতে যাওয়া আইসিসি সুপার লিগেও অংশ নিতেপারবে তারা।
সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী মানু সাওয়াই, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি, জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী ক্রিস্ট্রি কভেন্ট্রি এবং স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশনের চেয়ারম্যান জেরালর্ড মোতসোয়ার মধ্যে বৈঠকের পরই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা আসে। এক বিবৃতিতে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আমি জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দেশটিতে ক্রিকেটকে পূনরায় চালু করবেন এবং সব ধরনের সহযোগিতা প্রধান করবেন। জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য তাদের ইচ্ছা এবং আগ্রহ খুবই পরিস্কার। তারা দেশটির ক্রিকেটকে এগিয়ে নিতে চান।’