অনলাইন ডেস্ক : জার্মানিতে স্বাস্থ্যবিধি না মানায় করোনাবিরোধী বিক্ষোভ মিছিল পণ্ড
জার্মানির বার্লিনে শনিবার ১৮ হাজার মানুষ করোনাবিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিলে যোগ দেন।

কিন্তু সামাজিক দূরত্ব উপেক্ষা করায় ও স্বাস্থ্যবিধি না মানায় পুলিশ ইনজাংশন জারি করে ওই বিক্ষোভ মিছিলটি পণ্ড করে দেয়। খবর আরব নিউজের।

পুলিশের দাবি, করোনাবিরোধী মিছিল করছেন, অথচ কেউ করোনার বিধিনিষেধ মানছেন না। অগত্যা তাদের ওই বিক্ষোভ মিছিলটি পণ্ড করে দিতে হয়েছে।

মিছিলে বাধা দেয়ায় বিক্ষোভকারীরা পুলিশের সমালোচনা করে শ্লোগান দেয় এবং জাতীয় সঙ্গীত গায়। কট্টর ডানপন্থীরা ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

পুলিশের সাফ কথা মাস্ক না পরলে এবং সামাজিক দূরত্ব না মানলে কোনো ভাবেই জনসমাবেশ করতে দেয়া হবে না।