অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তকে। এ সময় আলোচকরা তাকে খাঁটি একজন দেশপ্রেমিক হিসেবে অভিহিত করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় এগিয়ে যাবার আহ্বান জানান।
সি আর দত্ত গত সোমবার রাতে ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চত্বরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক-শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘তকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারাটি জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে স্বদেশ মাতৃকার সার্বিক কল্যাণে সচেষ্ট ছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। তিনি সি আর দত্তের সাথে সর্বশেষ গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের স্মৃতিচারণ করেন।
সে সময় জেনারেল দত্ত বলেছেন, জয় বাংলার ধারায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এটি খুবই খুশির খবর। এই ধারার সাথে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন সি আর দত্ত।
বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি এবং মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি।
সি আর দত্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, সাংবাদিক মুজাহিদ আনসারী প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন শাহানারা রহমান, ইমাম কাজী কাইয়ুম, নান্টু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, সি আর দত্তের লাশ ফ্লোরিডার বয়েন্টন বীচে একটি ফিউনারেল হোমে রাখা হয়েছে। বাংলাদেশে নিয়ে যাবার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তার মেয়ে কবিতা দাসগুপ্ত হ্যাপি ফ্লোরিডা থেকে তার কফিন নিয়ে রওনা দেবেন। নিউইয়র্ক এবং টরন্টো থেকে দুবাই গিয়ে হ্যাপির সাথে মিলিত হবেন জেনারেল দত্তের জ্যেষ্ঠ মেয়ে মহুয়া দত্ত, ব্যারিস্টার চয়নিকা দত্ত এবং একমাত্র ছেলে ডা. চিরঞ্জিব দত্ত রাজা।
করোনার কারণে ভাইবোনের স্বাস্থ্যবিধির পরিপূরক ডকুমেন্ট সংগ্রহে বিলম্ব হচ্ছে বলে বুধবার সর্বশেষ সংবাদে জানা গেছে। তবে তারা শুক্রবার অথবা শনিবার রওনা দেওয়ার (এনভিআর, করোনামুক্ত থাকার সার্টিফিকেট এবং কফিনসহ সকলের টিকিট পেলে) প্রস্তুতি নিয়েছেন বলে জানান সি আর দত্তের কনিষ্ঠ জামাতা প্রদীপ দাসগুপ্ত।