অনলাইন ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কীভাবে এ স্বীকৃতি দেয়া যাবে, সেটি নিয়ে ভাববার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন স্টোর স্থাপন’ প্রকল্পের অনুমোদন দিতে গিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে সরকারপ্রধান বলেছেন, যারা ফ্রিল্যান্সিং করেন তারা কেরানি বা অন্য সরকারি চাকরিজীবীদের তুলনায় অনেক বেশি আয় করেন। কিন্তু বিয়ের ক্ষেত্রে তাদের পছন্দ করা হয় না। বরং ওই কেরানিরাই বেশি অগ্রাধিকার পান। এজন্য ফ্রিল্যান্সারদের সামাজিক বা রাষ্ট্রীয় কী ধরনের স্বীকৃতি দেয়া যায়, সেটি ভাবতে হবে। প্রয়োজনে কোনো সদন দেয়া যায় কিনা- সেটি ভাবতে হবে।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান একনেক বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।