অনলাইন ডেস্ক : দু’ বছরের মধ্যে করোনা ভাইরাস মহামারি বিদায় নেবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোস আধানম ঘেব্রেয়েসাস। শুক্রবার জেনেভাতে বক্তব্য দেয়ার সময় তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এর আগে ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু বিদায় নিয়েছিল দু’বছরে। এখন যে অত্যাধুনিক প্রযুক্তি তা ব্যবহার করে অল্প সময়ের মধ্যে এই ভাইরাসকে থামিয়ে দিতে সক্ষম হবে বিশ্ব। তবে অবশ্যই এখনও এই ভাইরাস আরো গতি নিয়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। একই সময়ে আমাদের কাছে এমন প্রযুক্তি ও জ্ঞান আছে, যা দিয়ে আমরা একে থামিয়ে দিতে পারবো। এক্ষেত্রে তিনি জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতির গুরুত্ব তুলে ধরেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
উল্লেখ্য, ১৯১৮ সালে যে ভয়াবহ স্প্যানিশ ফ্লু দেখা দেয় তাতে কমপক্ষে ৫ কোটি মানুষ মারা গেছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন প্রায় ৮ লাখ মানুষ। আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৭ লাখেরও বেশি। শুক্রবারের আলোচনায় করোনা মহামারিকালে পিপিই সহ সংশ্লিষ্ট বিষয়ে দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কর্মকান্ডে জড়িতদের ‘ক্রিমিনাল’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। বলেন, কোনো ধরনের দুর্নীতিই গ্রহণযোগ্য নয়। আমার কাছে পিপিই নিয়ে দুর্নীতি হলো হত্যাকান্ডের সমান। কারণ, যদি স্বাস্থ্যকর্মীরা পিপিই ছাড়া তাদের কাজ করেন, তাহলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে তারা যেসব মানুষকে সেবা দেবেন, তাদের জীবনও ঝুঁকিতে পড়বে।
পিপিই নিয়ে দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে দুর্নীতি হয়েছে। শুক্রবার করোনাকালে ঘুষ, দুর্নীতির প্রতিবাদে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভ হয়েছে। শহরের সরকারি হাসপাতালের চিকিৎসকরা বকেয়া বেতন ও সুরক্ষা সামগ্রীর সঙ্কিেটর কারণে ধর্মঘট করছেন। একই দিনে হু’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, মেক্সিকোতে করোনার প্রাদুর্ভাব বাড়ছে। তিনি বলেন, মেক্সিকোতে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় তিনজনকে করোনা পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ১৫০ জনের এই পরীক্ষা করানো হয়েছে। বিশ্বের মধ্যে এখন মৃত্যুর দিক দিয়ে মেক্সিকো তৃতীয় অবস্থানে। সেখানে করোনা মহামারি শুরুর পর থেকে প্রায় ৬০ হাজার মানুষ মারা গেছেন। করোনা মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যেভাবে হস্তক্ষেপ করছেন তার সমালোচনা করেছেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী জো বাইডেন। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট জাতির প্রতি সবচেয়ে বড় মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি আমাদেরকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছেন। তিনি আমেরিকাকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছেন। যদি নির্বাচিত হন তাহলে জাতীয়ভাবে মুখে মাস্ক পড়ার রীতি চালু করার প্রত্যয় ঘোষণা করেন তিনি।