অনলাইন ডেস্ক : দেশবাসীকে ফ্রিতে করোনাভাইরাস বিরোধী টিকা বিতরণের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অক্সফোর্ডের টিকার সাফল্য পেলেই তিনি এ টিকা জনসাধারণের মধ্যে বিনামূল্যে দেবেন।

মঙ্গলবার মরিসন বলেন, যদি এই ভ্যাকসিন সাফল্য পায়, তাহলে আমরা নিজেরাই তা উৎপাদন ও বিতরণ করব। ২৫ মিলিয়ন অস্ট্রেলীয়বাসীর জন্য তা বিনামূল্য দেওয়া হবে।

প্রসঙ্গত, অক্সফোর্ডের ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। এই ভ্যাকসিনটি নিয়েই আপাতত আশার বুক বাঁধছে বিশ্বের মানুষ।

সম্প্রতি রাশিয়া প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করে বিশ্বে সাড়া ফেলেছিল। সেই ভ্যাকসিন নিয়ে প্রশ্নবিদ্ধ রাশিয়া। দেশটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চিকিৎসাবিধি ও স্বাস্থ্যনীতির নিয়ম না মেনেই আবিষ্কারের ঘোষণা করা হয়েছে।

এদিকে রাশিয়ার ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আশা জাগিয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন। ঠিক এই মূহুর্তে এমন ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

রাশিয়ার টিকার বিতর্কের মধ্যেই এটি স্বেচ্ছায় গ্রহণ করার কথা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওবরাডোর। বিশেষজ্ঞদের দাবি, রাশিয়ার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের মাত্র ১০ শতাংশই সফল হয়েছে এখন পর্যন্ত। তবে রাশিয়ার সেই টিকাকেই অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো।

তারা এই টিকার প্রথম ব্যাচ উত্‍‌পাদনও করবে বলে ঘোষণা করেছে। এছাড়া মানুষের মন থেকে ভয় কাটাতে তিনি নিজের শরীরে প্রথম এই টিকা নেবেন বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।