অনলাইন ডেস্ক : অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভারতের সংসদ ভবনে। সোমবার সকালে আগুন লাগে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায়। আগুন নেভাতে কাজ করছে দমকলের ৭টি ইঞ্জিন। জানা গেছে, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলকে খবর দেওয়া হয় সকাল সাড়ে ৭টার দিকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি দমকলের পরিচালক অতুল গর্গ। সূত্র: কলকাতা২৪, এই সময়