স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা অষ্টম জয় তুলে নিল লিভারপুল। ইংল্যান্ডে শীর্ষ লীগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দুবার মৌসুমের প্রথম আট ম্যাচ জয়ের রেকর্ড গড়লো অলরেডরা। ১৯৯০-৯১ মৌসুমে প্রথমবার এই কীর্তি গড়েছিল তারা।
শনিবার অ্যানফিল্ডে লিভারপুলের জয়টি মোটেও সহজে ধরা দেয়নি। ম্যাচের ৪০তম মিনিটে সাদিও মানের গোলে লিভারপুল এগিয়ে গেলেও ৮০তম মিনিটে লেস্টারকে সমতায় ফেরান জেমস ম্যাডিসন। এরপর যোগ করা সময়ে (৯০+৬ মিনিট) পেনাল্টি পায় অলরেডরা। আর স্পট কিক থেকে গোল করে স্বাগতিকদের নাটকীয় জয় এনে দেন মিলনার।
ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের শেষ ১৭ ম্যাচেই জিতেছে লিভারপুল। আর এক ম্যাচ জিতলে ম্যানচেস্টার সিটির সর্বাধিক টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে কোচ ইয়ুর্গেন ক্লপের দল। লেস্টারকে হারানোর মধ্য দিয়ে প্রিমিয়ার লীগে ঘরের মাঠে টানা অপরাজিত থাকার রেকর্ডটা ৪৪ ম্যাচে নিয়ে গেল লিভারপুল। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে বর্তমানে এটি টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।।