মুন্নি আহমেদ : ‘করোনা – কামড়’
মনে হচ্ছে একটি দু:স্বপ্নের মাঝে আছি। হয়ত হঠাৎ ঘুম ভেঙ্গে উঠে দেখবো, আরে এতো ছিল সব স্বপ্নে দেখা কোন অন্ধকার রাতের দুর্বিষহ স্বপ্ন। যখন সম্বিত ফিরে পাবো তখন অনুভব করবো, কেমন যেন হাত-পা – হৃদপিন্ড কাঁপছে। যখন একটু ধাতস্থ -আস্বস্থ্য হবো , ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠবে বাস্তব সত্য। অর্থাৎ কিনা বাস্তবতায় ফিরে আসবো। সত্যিই বুঝতে পারবো, নাহ্ এতো কোন দু:স্বপ্ন ছিল না। এতো এক কঠিন বাস্তবতার সম্মুখে এসে দাড়িয়েছি। এখনও জানি না ভাগ্যের ফের অথবা একে মোড়ও বলতে পারি।
জানি না করোনা ভাইরাস কাকে এই জীবনের মাঝপথে এসে থামিয়ে দেয় আর কে এগিয়ে যায়। জীবনের এক চরম সন্ধিক্ষণে এসে আজ আমরা হাজির হয়েছি। হয়তো কারো অনেক ভালোবাসার কাউকে হারাতে হবে নয়ত সংসারের অতি চাওয়ার মানুষটিকেও না হারাতে হয় জীবনের এই মোড়ে এসে। দোয়া করে যাচ্ছি দিবানিশি, জানি না করোনার কামড় এ কার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। তবুও এতোটুকু আশা তো থেকেই যায় যে, যদি সৃষ্টিকর্তার কাছে আমরা চাই যে যার সাধ্য মতো, এই করোনার ছোবল পৃথিবীর বুক থেকে সরিয়ে নিতে যথা সম্ভব তাড়াতাড়ি; সম্ভব হলে এই মুহূর্ত থেকে! আসুন না সবাই মিলে তাই যে যার মতো করে চাইতে থাকি আল্লাহ পাকের কাছে।
চাওয়ার মতো চাইলে মহান আল্লাহ পাক কি ফিরিয়ে দেন তাঁর প্রিয় বান্দাকে শুধুই শূন্য হাতে! কে জানে একদিন খুউব ভোরে হয়তো বা ঘুম থেকে উঠে শুনবো, চারিদিকে কোলাহল – এ এক অন্যরকম সকাল – নেই কোন আতঙ্ক- নেই কোন ভয় – সকলের মুখে মুখে হাসি লেগে রয় – যেন সকালের খবরটাও একটু অন্যরকম তাই – থেকে থেকে আপডেট হচ্ছে সংবাদের ‘হঠাৎ কর্পূরের মতোই যেন উবে গেল এই করোনা ভাইরাস!’ সারা বিশ্ব এ কারণে বিস্মিত – একি হলো , এ কিভাবে সম্ভব (কলরবে)! চারিদিকে আমাদের রবের প্রতি কৃতজ্ঞতায় অসহায় মানুষের চোখের জলে ভেসে যাচ্ছে। দিগ্বীদিক শুধু মুর্হুমুহু আল্লাহ পাকের নাম প্রতিধ্বনিত হচ্ছে।
পৃথিবী জুড়ে মানুষের মুখে হাসি এবং সাথে সাথে বিস্ময়, আনন্দ আর ছড়াছড়ি আনন্দাশ্রæতে। এ শুধু কল্পনায় নয়, আসুন আমরা সত্যিই সত্যিই নিয়ে আসি সেই দিন আমাদের সম্মুখে শীঘ্রই – শীঘ্রই – অতি শীঘ্রই; এতটুকুন আর বিলম্ব না করে। ডাকি সবাই পরোয়ারদিগার মহান আল্লাহপাক এর নাম। ক্ষমা চাই তার কাছে করজোড়ে দু’হাত তুলে। আসুন সবাই বলি, হে পরোয়ারদিগার, আমরা যদি (পৃথিবীবাসী) সকলে মিলে সারা জীবনে যার যার সাধ্যমতো একটি পূণ্যও করে থাকি অথবা একটি ভালো কাজও করে থাকি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তবে তার উছিলায় এই পৃথিবীর বুকে করোনার শাস্তি থেকে আমাদের রেহাই দাও। হে রোগ নিরাময়দাতা, এই তামাম দুনিয়া থেকে মহামারী করোনা ভাইরাস নির্মুল করে দাও। হে বিপদ মুক্তিদাতা, করোনা ভাইরাসকে তুলে নাও এই ধরনীর বুক থেকে; স্বস্তি- শান্তি – সুস্থতা দান কর তোমার প্রিয় বান্দাদের। হে রক্ষাকর্তা, উপড়ে ফেল এই ধরনীর বুক থেকে এই নিকশ কালো দানবকে! যত মানুষ (জাতিধর্ম-বর্ণ নির্বিশেষে) এরই মাঝে পৃথিবীময় এই পর্যন্ত আক্রান্ত হয়েছে তাদের তুমি দ্রুত সুস্থতা দান কর। আর কোন মানুষ যেন আক্রান্ত না হন এবং কোন জীবন যেন নাশ না হয়! সবশেষে আবারো বলতে চাই, আসুন সবাই আমাদের রবের কাছে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ না হয় ক্ষমা চাই আর এ করোনা ভাইরাস নির্মুল করার জন্য আহ্বান জানাই। আমিন – ছুম্মা আমিন ।