অনলাইন ডেস্ক : রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা উভয় দেশের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েসিয়ানের সাথে এক বৈঠকে বলেছেন।

তিনি বলেন, ‘রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা আমাদের দেশের জাতীয় স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। রাষ্ট্রপ্রধানদের মধ্যে গভীর, বিশ্বাস-ভিত্তিক সংলাপ এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ এবং পথপ্রদর্শক ভূমিকা পালন করে। এই বছর, ভ্লাদিমির পুতিন এবং কমরেড শি জিনপিং একাধিক টেলিফোন কথোপকথন করেছেন।’

‘চীনের মে মাসে রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট সেপ্টেম্বরে চীন সফর করবেন, উভয় সফরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের সাথে সম্পর্কিত,’ ওভারচুক উল্লেখ করেছেন।

বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন উপমন্ত্রী দিমিত্রি ভলভাচ এবং বেইজিংয়ে নিযুক্ত রাষ্ট্রদূত ইগর মোরগুলিভও ছিলেন, অন্যদিকে চীনের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এবং উপ-অর্থমন্ত্রী লিয়াও মিন। সূত্র: তাস।