অনলাইন ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইয়েমেনের হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের উপর আক্রমণ চালিয়ে যাবে। কারণ ইরান-সমর্থিত গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে, আগের দিন মারাত্মক মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা আরও তীব্রভাবে দেবে।

জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে চালানো হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে অভিযানটি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরো হামলাগুলিকে যুদ্ধাপরাধ হিসাবে বর্ণনা করেছে। তারা বলেছে, হুথি বাহিনী ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলা করতে প্রস্তুত। অন্যদিকে মস্কো ওয়াশিংটনকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজকে বলেছেন, যে মুহূর্তে হুথিরা বলবে আমরা তোমাদের জাহাজগুলিতে হামলা চালানো বন্ধ করব, আমরা তোমাদের ড্রোনে গুলি চালানো বন্ধ করব, তখন এই অভিযান শেষ হয়ে যাবে। তা না করা পর্যন্ত এটি অবিরাম চলতে থাকবে।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এটি গুরুত্বপূর্ণ জলপথে সম্পদের উপর গুলিবর্ষণ বন্ধ করার বিষয়ে … নৌযানের স্বাধীনতা পুনরায় চালু করার জন্য, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থ এবং ইরান অনেক দিন ধরে হুথিদের সক্ষম করে আসছে।