অনলাইন ডেস্ক : কানাডার টরন্টোর একটি মদের দোকানে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এখনও পলাতক রয়েছেন।

শনিবার (৮ মার্চ) ভোরে দেশটির পুলিশ এ কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নয়। বাকিদের আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে জানা যায়নি।

এদিকে, পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সিবিসি জানিয়েছে, শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে টরন্টোর পূর্বাঞ্চলীয় এলাকার প্রগ্রেস অ্যাভিনিউ এবং কর্পোরেট ড্রাইভ এলাকায় গুলি চালানোর খবর পায় তারা। গুলি চালানোর ঘটনাটি ঘটেছে স্কারবোরো টাউন সেন্টারে হাইওয়ে ৪০১ এবং ম্যাককোয়ান রোডের কাছে একটি মলে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তিটি কালো বালাক্লাভা (মুখ ঢেকে থাকা টুপি) পরেছিল এবং তাকে রূপালী রঙের গাড়িতে করে পালাতে দেখা গেছে। সন্দেহভাজন সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

টরন্টোর মেয়র অলিভিয়া চাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘স্কারবোরোতে একটি মদের দোকানে গুলিবর্ষণের খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

এ ঘটনায় ‘প্রয়োজনীয় সব সংস্থা মোতায়েন করা হয়েছে’ তাকে পুলিশ প্রধান আশ্বাস দিয়েছেন বলেও জানান টরন্টোর মেয়র।

টরন্টোর প্যারামেডিকরা কানাডার সিপি২৪ মিডিয়াকে জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর।