বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে নিজেদের পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয় অভিনেত্রী সোহানা সাবাকে। এরপর অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে ডিবি জানিয়েছিল, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ।
অভিনেত্রী শাওন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) তহুরা আলীর মেয়ে। শাওন নিজেও এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে সে সরকার ও সরকারের অনেক উপদেষ্টার সমালোচনা ফেসবুকে পোস্ট দেন শাওন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমেরও সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগপন্থি শোবিজ তারকারা ‘আলো আসবেই’নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন। সেখানে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে থাকার কথা আলোচনা করা হয়। এ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন সাবা।
এদিকে, গত ১৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আওয়ামী লীগের এক গোপন বৈঠকে শাওন ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়। প্রথমে এ দাবি করেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।
গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেন সায়ের। কলকাতার ওই বৈঠকে কারা কারা অংশ নেন, তা প্রকাশ করেন তিনি। সে তালিকায় নাম রয়েছে শাওন ও সাবার।