বিনোদন ডেস্ক : ছয় বছর প্রেমের পর গেল বছরে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন সোনাক্ষী সিনহা। ভিন্নধর্মে বিয়ে হওয়া নিয়ে বিতর্কও কম তৈরি হয়। তবে সেসবে কান না দিয়ে নিজেদের মতো করেই ছিলেন তারা।
বিয়ের পরে অভিনেত্রীর জীবন কতটা বদলেছে এমন প্রশ্নের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি প্রশ্ন বরাবরই ওঠতে থাকে যে, বিয়ের পরে কি অভিনয় চালিয়ে যাবেন অভিনেত্রী?
অবশেষে বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুললেন সোনাক্ষী।
কথা বললেন বিয়ে, অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে।
বিয়ের পরে কাজ চালিয়ে যাওয়া, একান্তই নারীদের সিদ্ধান্ত। জীবনকে বিয়ের মাপকাঠিতে বিচার করা উচিত না বলে মনে করেন তিনি। জীবনে হয়তো নতুন কিছু জিনিস জুড়ে যায়।
কিন্তু বিয়ের জন্য জীবন থেকে কোনও কিছু বিয়োগ হওয়া উচিত নয় বলেও মনে করেন সোনাক্ষী। তিনি নিজে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে ‘লুটেরা’ অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্ন খুব গভীর। জীবনকে বিয়ে দিয়ে বিচার করা উচিত নয়।
বিয়ে জীবনের একটা অংশ মাত্র। বিয়েতে জীবনে কিছু সংযোজন হয়, বিয়োগ হয় না। তাই বিয়ের পরে কাজ করবেন কি না, সেটা সম্পূর্ণই নারীর ওপর নির্ভর করে। আমার কাছে কাজ খুব গুরুত্বপূর্ণ। আমি আমার কাজ ভালোবাসি।
সকালে ঘুম থেকে ওঠে কাজে যাওয়ার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই।’
সোনাক্ষী আরও বলেন, আমি সৃজনশীল মানুষ। তাই কোনও কিছু সৃষ্টি করতে পারলে আমার খুব ভালো লাগে। তাই বিয়ের পরেও আমি কাজ করতে চাই। কিন্তু কেউ যদি কাজ না করতে চান, সেটাও ঠিক। এটা তাদের সিদ্ধান্ত।’
সোনাক্ষীর প্রতিটি পদক্ষেপেই স্বামী জাহির ইকবাল তাকে সাপোর্ট করেন বলে জানান অভিনেত্রী। তার কথায়, ও আমার সেরা চিয়ারলিডার। আমার খুশিতে ও নিজের খুশি খুঁজে পায়। জাহির এমনই। যে কোনও কাজেই সঙ্গীকে পাশে পাওয়া খুব জরুরি।