অনলাইন ডেস্ক : ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো পূর্ব এশিয়ার পরাশক্তি চীনের জনসংখ্যা কমেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জন্মহারের চেয়ে মৃত্যুর হার বেশি থাকায় গত ১২ মাসে চীনের জনসংখ্যা ১৩ লাখ ৯০ হাজার কমে ১৪০ কোটি ৮২ লাখে দাঁড়িয়েছে।
১৯৮০ এর দশক থেকে চীনের জনসংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। তবে ২০২২ সালে প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা জন্মকেও ছাড়িয়ে যায়।
২০২৪ সালে দেশটিতে এক কোটি ৯৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর আগের বছর সংখ্যাটি ছিল এক কোটি ১১ লাখ। এতে মৃত্যুর হার আরও বৃদ্ধি পেয়েছে। বিপরীতে গত বছর চীন ৯৫ লাখ ৪০ হাজার নবজাতকের জন্ম তালিকাভুক্ত করেছে, যা আগের বছরের তুলনায় পাঁচ লাখ ২০ হাজার বেশি। তারপরও জন্মের এই সংখ্যা মৃত্যুকে ছাড়াতে না পারায় জনসংখ্যা হ্রাসের প্রবণতা অব্যাহত থাকছে।
পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদনে বলেছে, আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। বাহ্যিক পরিবেশের কারণে আসা প্রতিকূল প্রভাব বাড়ছে।
রয়টার্স লিখেছে, মৃত্যুহার বেশি থাকার তথ্য বেশ উদ্বেগজনক। কারণ এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির শ্রমিক এবং ভোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বৃদ্ধদের সেবা ও অবসরকালীন ভাতার বাড়তে থাকা খরচ অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে।
চীন দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টির ক্ষমতায় উত্থানের পরে বড় পরিবারগুলো পুনরায় দেখা যেতে শুরু করে। এরপর জনসংখ্যা মাত্র তিন দশকের মধ্যে দ্বিগুণ হয়েছিল।