অনলাইন ডেস্ক : ভারতীয় রুপির দরপতন থামছে না। এবার আগের রেকর্ড ভেঙে রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে রুপির দর ৮৫ দশমিক ৯৭।
শুক্রবার (১০ জানুয়ারি) দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে মার্কিন মুদ্রা শক্তিশালী হওয়াসহ বিভিন্ন কারণে ডলারের বিপরীতে রুপির দাম কমে যায়। এ ছাড়া বিদেশে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দেশীয় ইকুইটি বাজারে নেতিবাচক মনোভাবও ভারতীয় মুদ্রার ওপর চাপ সৃষ্টি করে।
জানা যায়, গত বছরের শেষ দিক থেকে ভারতীয় রুপির দরপতন শুরু হয়। কয়েক দফায় দরপতন হয়ে তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এরপরও বারবার রুপি দরপতনের রেকর্ড ভাঙতে থাকে।
অন্যদিকে, দরপতনের আগের দিন রয়টার্স এক সমীক্ষায় জানায়, রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে ৮৬-তে নেমে যেতে পারে। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই রুপির দরপতন হলো।