অনলাইন ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ছিডো’ এর আঘাতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ৯০ বছরের মধ্যে ফ্রান্সের মালিকানাধীন দ্বীপপুঞ্জ মায়োতে শক্তিশালী এ ঝড় আঘাত হানে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা
রোববার (১৫ ডিসেম্বর) কর্তৃপক্ষ জানায়, ঝড়ের পর নিহতের সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের মাঝে খাবার, পানি এবং স্যাটিটেশন ব্যবহারেও সংকট দেখা দিয়েছে।
আবহাওয়া পূর্বাভাসকারী মেটিও ফ্রান্স জানিয়েছে, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ফ্রান্সের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। ঝড়টি ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে আঘাত হানে। এতে বাড়িঘর, সরকার ভবন এবং একটি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু সাংবাদিকদের বলেন, ‘প্রত্যেকেই বুঝতে পেরেছেন শক্তিশালী ঝড়টি কতটা বিধ্বংসী ছিল।’
ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার পর্যন্ত মায়োতে ভারীবৃষ্টিপাত হবে। এরপর এটি উত্তর মোজাম্বিকের কাবো দেলগাদো অথবা নামপুল প্রদেশে আঘাত হানবে।
প্যারিস থেকে ৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত মায়োতে চারদিনের সমুদ্র পথ পাড়ি দিয়ে ঘূর্ণিঝড় ছিড়ো আঘাত হানে। ওই অঞ্চলটি অন্যতম দারিদ্রপীড়িত অঞ্চল।
এ বছর ওই অঞ্চলের ৩ লাখ ২০ হাজার মানুষ পানির স্বল্পতার ভুগে। এছাড়া নাগরিকত্ব অধিকার সীমিত করার চেষ্টায় উত্তেজনা বেড়েগিয়েছিল।