বিনোদন ডেস্ক : দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে বলিউডের কাপুর পরিবার। উপলক্ষ ছিল বলিউডে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের শততম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। তবে উপলক্ষ যাই হোক, নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘসময় আলাপ করেছেন তারা। এসময় প্রত্যেকের সার্বিক খোঁজ-খবর নেন মোদি।

আলাপচারিতায় সাইফ আলি খানের ছেলে তৈমুর ও জেহর খোঁজ নেন মোদি। শুধু কি তাই? একটা কাগজে নিজের নাম সই করে দেন তিনি। স্বয়ং মোদির পক্ষ থেকে ছেলেদের জন্য অটোগ্রাফ পেয়ে উচ্ছ্বসিত কারিনা। এসময় সাইফ-কারিনার দুই সন্তানদের সঙ্গে দেখা করা আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদীর অফিসের পক্ষ থেকে কাপুর পরিবারের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সাইফকে বলতে শোনা যায়, ‘আপনিই প্রথম প্রধানমন্ত্রী যার সঙ্গে আমি দেখা করার সুযোগ পেলাম। চোখে চোখ রেখে ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে দুইবার দেখা করলাম। দারুণ ও কঠোর পরিশ্রমী মানুষ আপনি। আপনার কাজের জন্য শুভেচ্ছা রইল।’

সাইফ আলি খানের মুখে নিজের অতিথি আপ্যায়নের প্রশংসা শুনে পাল্টা রসিকতা করে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি ভেবেছিলাম তৃতীয় প্রজন্মের সঙ্গেও আমার দেখা হবে। কিন্তু তুমি তো তৃতীয় প্রজন্মকে নিয়ে এলে না।’

সিনেমা, সংসার ও দুই সন্তানকে নিয়ে এখন সাইফ-কারিনার সুখের সংসার। তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে। আর জেহর বয়স চার বছর!

এদিন সাইফ-কারিনার সঙ্গে সেখানে ছিলেন নীতু কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ঋদ্ধিমা কাপুর সাহনি ও তার স্বামী ভারত সাহনি, রিমা জৈন এবং স্বামী মনোজ জৈন, তাদের ছেলে আরমান। সূত্র: হিন্দুস্থান টাইমস।