অনলাইন ডেস্ক : চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিজেপির বিক্ষোভ করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা।
তাদের সবার হাতে পোস্টারে লেখা ছিল ‘চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই।’
পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বিধায়করা। ছবি : বিবিসি
ওই বিক্ষোভের নেতৃত্ব দেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা।
তিনি আরো বলেন, ‘সারা পৃথিবীর সব হিন্দুদের ঐকবদ্ধ হতে হবে। আজ কলকাতায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে অত্যাচার অতি সত্বর বন্ধ না হয় তাহলে আমরা আরও জোরালো বিক্ষোভ শুরু করব।’
এদিকে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি ভারত উদ্বিগ্ন বলে জানানো হয়।
সূত্র : বিবিসি