স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের হয়ে তো বটেই, দেশের হয়ে গোল দেওয়ার ক্ষেত্রেও সমান পারদর্শিতা দেখিয়েছেন তারা। যদিও সবশেষ বিশ্বকাপ ও টানা দুই কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতে বেশিরভাগের মতেই এগিয়ে গেছেন মেসি। রোনালদো ও মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেছেন সাবেক সতীর্থ জেরার্ড পিকেও।

স্প্যানিশ ডিফেন্ডার পিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে খেলেছেন। অন্যদিকে, মেসির সঙ্গে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দীর্ঘদিন খেলেছেন পিকে। মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মানলেও রোনালদোকে পিকে আখ্যা দিয়েছেন মানুষের মধ্যে সেরা হিসেবে। খবর গোল ডটকমের।

ইতালিয়ান গণমাধ্যম দেল্লো স্পোর্তকে ৩৭ বছর বয়সী পিকে বলেন, ‘তাদের (মেসি-রোনালদো) ব্যাপারটি সবসময়ই আলাদা ছিল। ক্রিস্টিয়ানো ছিল মানুষের মধ্যে সেরা, লিও এই গ্রহেরই না। আমি তাকে (মেসি) প্রতিদিন অনুশীলনে অভাবনীয় সব কাজ করতে দেখেছি। তার চিন্তার ক্ষুরধারতার সঙ্গে আর কারো তুলনা নেই। সে ১৩ বছর বয়সে এসেছিল এবং একাডেমি কিংবা প্রধান দলের হয়ে একইভাবে খেলেছে।’

রোনালদো ও মেসির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা একসময় দারুণ উপভোগ করেছেন ফুটবল দর্শকরা। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে তখন খেলতেন রোনালদো, আর মেসি খেলতেন বার্সেলোনার হয়ে। রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সেখান থেকে দ্বিতীয়বার ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করে যোগ দেন সৌদি ক্লাব আল নাসরে। আর মেসি বার্সেলোনা ছেড়ে দুই বছরের জন্য ফরাসি ক্লাব পিএসজি ঘুরে বর্তমানে খেলছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে।