অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি শনিবার, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সর্বশেষ বৈঠকে এই প্রতিশ্রুতি জানান। বৈঠকে সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান, রাশিয়া এবং অন্যান্য মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

এ বৈঠকটি পেরুর রাজধানী লিমার একটি হোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে শি জিনপিং অবস্থান করছিলেন। তাঁরা বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে অংশগ্রহণের জন্য লিমায় রয়েছেন। সম্মেলনের ফাঁকে বাইডেন এবং শি জিনপিংয়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যা গত সাত মাসে তাঁদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।