কোভিড-১৯ বিশ্বমারীর প্রেক্ষাপটে গঠিত বিশ্ব-বাঙালীর আন্তর্দেশীয় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বাহিনীর স্বাস্থ্য ও খাদ্য সহায়তা প্রকল্প মানবিক হেলথ এ্যাণ্ড ফুড ব্যাংকের ঢাকা কর্মসূচি শনিবার ২৫শে জুলাই সকাল ১১টায় উত্তরার ৪ নং সেক্টরে উত্তরা কল্যাণ সমিতি প্রাঙ্গনে উদ্বোধন করা হয়। এ কর্মসূচিতে প্রাথমিকভাবে ৩১টি পরিবারকে তাদের সদস্য সংখ্যা অনুসারে প্রতিদিন দু’বেলা হারে মোট ১৫ দিনের পাঁচ-উপাদানের খাদ্যসহায়তা দান করা হয়।
এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন মানবিক বাহিনীর ঢাকা কমাণ্ডের কমাণ্ডার, সমাজকল্যাণ সংগঠক হারুন উর রশিদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্র পাঠ করেন সেকেণ্ড-কমাণ্ডার, মানবাধিকার ও উন্নয়ন গবেষক একরাম হোসেন; মানবিক হেলথ এণ্ড ফুড ব্যাঙ্ক সম্পর্কে বক্তব্য রাখেন কমাণ্ডের সদস্য শিক্ষক-সাংবাদিক শামীম আক্তার চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশীদ ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদ।

উল্লেখ্য, এ বছরের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কোভিড-১৯কে ‘প্যাণ্ডেমিক’ বা বিশ্বমারী ঘোষণা করা ও বাংলাদেশে এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যের বাঙালি শিক্ষক ও লেখক মাসুদ রানা সমমনা ব্যক্তিদের নিয়ে মানবিক বাহিনীর কেন্দ্রীয় কমাণ্ড ও যুক্তরাজ্য কমাণ্ড গঠন করে বাংলাদেশে অনুরূপ কমাণ্ড গঠনের আহ্বান করেন। এ আহ্বানে সাড়া দিয়ে গত এপ্রিলে পাবনা সদর, হবিগঞ্জ সদর এবং এর নবীগঞ্জ ও বানিয়াচঙ্গ উপজেলা, জামালপুরের মাদারগঞ্জ উপজেলা এবং সম্প্রতি ঢাকা মহানগর মানবিক বাহিনীর কমাণ্ড প্রতিষ্ঠিত হয়। মানবিক বাহিনীর প্রতিষ্ঠা-ষোণায় বলা হয় :
“সারা বিশ্বে হানা দিয়েছে এক ভয়ঙ্কর মহামারী – নভেল করোনাভাইরাস, যা একটি বিশ্বযুদ্ধের সমতুল্য কিংবা কোনো-কোনো বিবেচনায় এমনকি ভয়ঙ্করতর। বিশ্বের মানবতার সাথে আমাদের দেশ ও জাতিও আজ বিপদগ্রস্তু এবং সম্ভবত সাংঘাতিক একটি সঙ্কটের দিকে অগ্রসরমান, যেখানে ঘটতে পারে অগণিত প্রাণহানি। একদিকে চিকিৎসার ও অন্যদিকে খাদ্যের অভাবে। এমন পরিস্থিতিকে আমরা একটি মানবিক যুদ্ধ হিসেবে বিবেচনা করে, দেশের প্রাণ ও প্রকৃতি রার্থে বিশ্বমারী এই শত্রুর বিরুদ্ধে মানুষকে সাথে নিয়ে ১৯৭১ সালের মুক্তিবাহিনীর চেতনাকে ধারণ করে একটা আন্তর্দেশীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘মানবিক বাহিনী’ গঠনের ঘোষণা দিচ্ছি।”

অনুষ্ঠানে কমাণ্ডার হারুণ অর রশীদ বলেন, “বাংলাদেশ ও বিশ্বে কোভিড-১৯ বিশ্বমারীতে এদেশে আমরা অনেক অমানবিকতা দেখেছি। একশ’ বছরের মধ্যে নজিরবিহীন এ ঘটনায় বিশ্ববাসী মানবতার নজিরও দেখেছে। করোনার অভিঘাত শেষ হয়ে যায়নি উল্লেখ করে তিনি নগরীর সম্পন্ন নাগরিকদের মানবতার ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান৷

কমাণ্ডের সদস্য শামীম চৌধুরী দেশ ও বিশ্বের বিভিন্ন নগর-শহরের মানবতাবোধ সম্পন্ন মানুষদেরকে মানবিক বাহিনীতে যোগদান ও সহযোগিতার আহ্বান জানান।
সেকেণ্ড-কমাণ্ডার একরাম হোসেন বিশ্বমানবতার এই দুর্যোগ-কালে মানবিক বাহিনীর মানবিক বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্যে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
যোগাযোগ : কমাণ্ডার হারুন উর রশিদ ০১৭১৩০৬৩৩৪৭, (সেকেণ্ড-কমাণ্ডার একরাম হোসেন : ০১৭১৩০৬৫০২৩
Email: manobikbahini.cc@gmail.com। সংবাদ বিজ্ঞপ্তি