স্পোর্টস ডেস্ক : দল নিয়ে কিছুটা চাপেই আছেন পেপ গার্দিওলা, তাঁর দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে আছেন, এ কারণে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। এরই মধ্যে লিগ কাপে তাঁর দল ট্টেনহামের কাছে হেরেছে আগের ম্যাচে, পরাজয়ের সেই ক্ষত নিয়ে গতকাল লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমেছিলেন আর্লিং হলান্ডরা। তবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে যে এমন হারের অভিজ্ঞতা নিতে হবে তা কি গার্দিওলাও কখনো ভেবেছিলেন!

বোর্নমাউথের বিপক্ষে লিগ ম্যাচে কখনোই পয়েন্ট খোয়ানোর নজি নেই ম্যানসিটির। এর আগে দলটির বিপক্ষে সবশেষ ১৪ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছিল সিটি। শুধু তাই নয়, বোর্নমাউথ সিটির বিপক্ষে জয়ের দেখা পায়নি টানা ২১ ম্যাচে। তবে সেই দলটিই কি না গতকাল গড়ল এক অনন্য নজির।

গতকাল ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে খেলতে নেমেছিল বোর্নমাউথ। ভাইটালিটি স্টেডিয়ামে এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে শীর্ষেই ছিল সিটি। তবে শেষ পর্যন্ত ২-১ গলের হার এবং পরে নিজেদের ম্যাচে লিভারপুল জেতায় শীর্ষস্থান খোয়াতে হয়েছে গার্দিওলার দলকে।

ঘরের মাঠে সিটির বিপক্ষে ম্যাচে ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় বোর্নমাউথ। আন্তোনিও সিমিনিওর গোলে লিডের দেখা পায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি সিটির। ম্যাচের দ্বিতীয়ার্ধে উল্টো ফের গোল হজম করতে হয় গার্দিওলার শিষ্যদের। ৬৪তম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসনের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ।

প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে বল দখলে এগিয়ে ছিল সিটিই। ম্যাচের ৬৫ শতাংশ সময়েই বল নিয়ন্ত্রণে রেখেছিল গার্দিওলার শিষ্যরা। এমনকি আক্রমণেই এগিয়ে ছিলেন হলান্ডরাই। গোল করতে ১৮টি শপট নিয়েছিলেন তারা, তবে লক্ষ্যে ছিল কেবল ৪টি। অন্যদিকে স্বাগতিকদের নেয়া ১২ শটের ৬টি ছিল লক্ষ্যে। ম্যাচের শেষদিকে ৮২ মিনিটে এক গোলের দেখা পায় সিটি।

জোস্কো ভার্দিওল সিটির হয়ে একটি গোল করে কিছুটা আশা ফেরালেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি সিটি। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে চারবারের লিগ চ্যাম্পিয়নদের।