অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষের আগ্রহ রয়েছে। কারণ এ নির্বাচনের ফলাফল বৈশ্বিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ। এজন্য এ নির্বাচনে কবে ভোটগ্রহণ শুরু হবে, ফলাফল ঘোষণা করা হবে এবং কবে নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করবেন এ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।
বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিনক্ষণগুলো কবে তা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এছাড়া ৫ নভেম্বরের নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, আগামী জানুয়ারিতে, অর্থাৎ নতুন বছরের শুরুতে তিনি ক্ষমতাগ্রহণ করবেন।
তবে ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সেদিন ফলাফল জানা যাবে না। ফলাফল জানতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
আগামী ২৬ নভেম্বর ট্রাম্পের জন্য একটি বড় পরীক্ষা রয়েছে। এদিন হাশ মানি মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পের সাজা ঘোষণা হবে। নির্বাচনের কারণে এ মামলার সাজা পিছিয়ে আগামী ২৬ নভেম্বর ধার্য করা হয়। গত ১৮ সেপ্টেম্বর এ মামলায় রায় ঘোষণার কথা ছিল।
ইলেক্টোরাল কলেজ গঠন করা নির্বাচকরা আগামী ১৭ ডিসেম্বর তাদের নিজ নিজ রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াতে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচতে একত্রিত হবেন। এরপর ২৫ ডিসেম্বর সিনেটের প্রেসিডেন্ট অবশ্যই ইলেক্টোরাল ভোট গ্রহণ করবেন। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন কমলা হ্যারিস।
এরপর নতুন বছরের ৬ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনার সভাপতিত্ব করবেন। পরবর্তীতে কে নির্বাচিত হয়েছেন তা জানিয়েছেন দিবেন।
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। এদিন তারা শপথগ্রহণ করবেন।