অনলাইন ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। আজ বুধবার গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করে তারা। এর ফলে জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান, সেটা দেবে না ইসরায়েল।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটৎস বুধবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘আজ আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে পারসনা নন গ্রাটা ঘোষণা করছি এবং তার ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করলাম। যেকোনো ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে ইরানের ঘৃণ্য হামলার সমালোচনা করতে না পারলে, যেটা বিশ্বের বেশির ভাগ দেশ করেছে, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখতে পারেন না।’
গতকাল মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে শুরু করে ইরান। তারা বলছে. ফিলিস্তিনের গাজা ও লেবাননে অনবরত ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এমন পরিস্থিতে আগে থেকেই উত্তাল মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।