স্পোর্টস ডেস্ক : নেইমারের একমাত্র গোলে সেইন্ত এতিয়েঁকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। তবে দলটিকে শিরোপা জয়ের আনন্দের চেয়ে বেশি ভাবিয়ে তুলছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের চোট। কোচ থমাস টুখেল জানান, পুরো দলই এমবাপের জন্যে দুশ্চিন্তায় পড়ে গেছে।
‘ছুটির পর থেকেই নেইমার দারুণ ছন্দে আছে, নতুন পরিস্থিতির সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে’—ব্রাজিলীয় তারকাকে নিয়ে ম্যাচের আগেই দারুণ আশায় ছিলেন কোচ থমাস টুখেল। ফরাসি কাপ ফাইনালে সেইন্ত এতিয়েঁর বিপক্ষে পার্থক্যও গড়ে দিলেন নেইমারই। খেললেন, খেলালেন; একমাত্র গোলটাও এলো তার পা থেকেই। ১৪তম মিনিটে এমবাপের শট এতিয়েঁ গোলরক্ষক রুখে দিলেও ফিরতি চেষ্টায় নেইমার লক্ষ্যভেদ করেন। এ গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। তবে পিএসজির শিরোপা জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে এমবাপের চোটে। ৩১ মিনিটে লইস পেরিনের বিপজ্জনক ট্যাকল হজম করে মাঠ ছাড়তে হয় তাকে। পরে এতিয়েঁ ডিফেন্ডারকে লাল কার্ডও দেখতে হয় এ কারণেই।
এ চোটের ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়েও সৃষ্টি হয়েছে সংশয়। ইউরোপভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের মতে, অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল; সেটা হলে চ্যাম্পিয়ন্স লিগেও খেলা হবে না তার। এ শঙ্কা থেকেই কোচ ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় বললেন, ‘যারা ফাউলটা দেখেছে তারা সবাই চিন্তিত। অবশ্যই আমার দুশ্চিন্তা হচ্ছে।’
এই জয়ের ফলে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতলো পিএসজি। তবে কোচ জানালেন, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষে মাঠে নামার আগে আরো উন্নতি দরকার দলের। বললেন, ‘তাদের চাপের বিপক্ষে ফাঁকা জায়গা পেতে কষ্ট করতে হয়েছে আমাদের। এক্ষেত্রে উন্নতি দরকার আমাদের। কারণ এমনটা চ্যাম্পিয়ন্স লিগেও হতে পারে।’
পরবর্তী ম্যাচে লিগ কাপের ফাইনালে লিওঁর মুখোমুখি হবে পিএসজি। এর আগে এক সপ্তাহ সময়কে কাজে লাগাতে চান জার্মান এই কোচ, ‘আমরা খুশি, তবে আমরা আরো ভালো খেলতে পারতাম। আমরা পরবর্তী ম্যাচের আগে এক সপ্তাহ সময় পাচ্ছি। সেটা কাজে লাগিয়ে আরো ভালো খেলতে চেষ্টা করব আমরা।’