স্পোর্টস ডেস্ক : শেষ দিনে একদমই পাল্টে গেল রাওয়ালপিন্ডি টেস্টের চিত্র। ম্যাড়মেড়ে ড্রয়ের বদলে বরং ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা। ক্রিকেটের কুলীন সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। আর সেই জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ করলেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ অধিনায়কের জন্য আজ দিনটি এমনিতেই বিশেষ কিছু। কেননা এই দিনেই পৃথিবীতে আগমন ঘটেছে তার। বাংলাদেশের জয় হয়তো তার জন্মদিনের সেরা উপহারই এনে দিয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’

‘খুবই স্পেশাল এক জয়। গত রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলি। সে বলেছে, আমরা যদি জিতি তাহলে সেটা খুবই ভালো হবে এবং সৌভাগ্যবশত আমরা আজ জিতেছি। এই জয় খুবই বিশাল অর্থ বহন করে আমাদের জন্য, কারণ আমরা এখানে আগে কখনো জিততে পারিনি। কিন্তু সিরিজ শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল এবং আমরা সত্যিই ভালো করেছি। বিশেষ করে শেষ ১০-১৫ দিন কঠোর পরিশ্রম করেছি।’

বোলিং অ্যাটাক ও দুই ওপেনারকে নিয়ে শান্ত বলেন, ‘সব বোলারের কৃতিত্ব দেওয়া দরকার, নাহিদ সত্যিই ভালো বল করেছে, সাকিবও ভালো ছিলেন। একজন ওপেনারের জন্য লম্বা সময় পর খেলাটা কঠিন। কিন্তু সাদমান ও জাকির যেভাবে ব্যাট করেছে, তা সত্যিই আমাদের দলকে সাহায্য করেছে। আশা করি, তারা তাদের ফর্ম ধরে রাখবে।’