অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়ার আয় সুস্পষ্টভাবে ঘোষণা বা নিবন্ধন করতে ব্যর্থ হওয়ার কারণে ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। -পলিটিকো
সম্প্রতি ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার পারিবারিক সম্পর্কের কারণে বিষয়টি নিয়ে তিনি খুব চাপের মুখে পড়েছেন। পলিটিকো রিপোর্ট করেছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পর সোমবার (৫ আগস্ট) ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের খালা।
গত মাসে শুরু হয়ে এ সপ্তাহে ছাত্র-জনতার নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংসতার মুখোমুখি হয়েছিল। যার ফলে ৪০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল। ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ নেতাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। মনে করা হয় যে, তিনি যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন।