অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার।

শেখ হাসিনার আর রাজনীতিতে ফিরবেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘আমার মা আর রাজনীতিতে ফিরবেন না। এত কঠোর পরিশ্রমের পরও সংখ্যালঘুরা তার (শেখ হাসিনার) বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।’

প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি জানান, গতকাল রবিবার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন শেখ হাসিনা। পরিবারের অন্য সদস্যরা জোর দেওয়ায় তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন।

জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।’