অনলাইন ডেস্ক : জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্যে দেখা যাচ্ছে, জুলাইয়ে মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ২.৩ শতাংশ। মঙ্গলবার যে হিসাব দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, জুলাইয়ে মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়েছে। এর আগে অর্থনীতিবিদরা বলেছিলেন, জুলাইয়ে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতিকে বাগে আনা যায়নি।
এদিকে জার্মানিতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়েছে। আগামী সেপ্টেম্বরে তারা সুদের হার কমাবে কি না তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে।
বিশ্লেষক কারস্টেন ব্রজেস্কি জানিয়েছেন, ‘ইসিবি চেয়েছিল মুদ্রাস্ফীতির হার যেন দুই শতাংশের মধ্যে থাকে।
কিন্তু জার্মানির মুদ্রাস্ফীতির হার দেখিয়ে দিচ্ছে, সেই লক্ষ্যে পৌঁছতে এখনো কিছুটা দূর যেতে হবে।’
তিনি আরো বলেছেন, ‘ইসিবির কাছে কাজটা কঠিন হয়ে গেল। ফ্রান্স ও স্পেন মুদ্রাস্ফীতির ক্ষেত্রে নিজেদের পরিস্থিতির উন্নতি ঘটাতে পেরেছে। জার্মানির ক্ষেত্রে সেটা হয়নি।
মঙ্গলবার যে প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, দ্বিতীয় কোয়ার্টারে জার্মানির অর্থনীতি সঙ্কুচিত হয়েছে। দক্ষ শ্রমিকের অভাব অনুভূত হচ্ছে, জ্বালানির দাম বেশি, গাড়িশিল্প দ্রুত ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে।