অনলাইন ডেস্ক : ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় এখনো অনেকেই আটকে পড়ে আছেন। রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
কেসিডিএমএ জানিয়েছে, চার ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার ভোরে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় এ ভূমিধস হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মীরা। কেরালা পুলিশের দুটি ইউনিটও কাজ করছে।
সংস্থাটি আরও জানিয়েছে, মেপ্পেদি এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজ। আজও দিনভর ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।