অনলাইন ডেস্ক : সার্চ ইঞ্জিন গুগলকে পেছনে ফেলার প্রচেষ্টার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন একটি বট যুক্ত করতে কাজ করছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের সঠিক তথ্য জানাতে একটি সার্চ ফিচার যুক্ত করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারাকীদের প্রশ্ন অনুযায়ী আপডেট তথ্য এবং লিংক প্রদান করা হবে। খবর বিবিসি
নতুন এই টুলসটি যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যা ব্যবহারকারীদের জন্য সীমিত পরিসরে চালু করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি আশা করছে নতুন এই টুলসটি দ্রুতই চ্যাটজিপিটিতে যোগ করা হবে। ২০২২ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ওপেনএআই উন্মুক্ত হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে।
মাইক্রোসফটের অর্থায়নে তৈরি ওপেনএআই চালু হওয়ার পর থেকেই একাধিক টুলস সম্পর্কে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এর মাধ্যমে কোডিং লেখা, ভিডিও তৈরি, ডাটা বিশ্লেষণ এবং ছবি তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
ওপেনএআই বলছে, নতুন টুলসের মাধ্যেমে ব্যবহার কারীরা কোনো বিষয়ে সার্চের মাধ্যমে একাধিক তথ্য পাবে এবং একই সঙ্গে সবচেয়ে আপডেট তথ্য দেয়া হবে। বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে সার্চের ক্ষেত্রে এআই চ্যাটবটই হবে অন্যতম মাধ্যম।