অনলাইন ডেস্ক : জার্মানিতে ৩৫.৫ টন কোকেন উদ্ধার করেছেন দেশটির তদন্তকারীরা। এই জব্দকৃত কোকেনের মূল্য প্রায় ২.৮ বিলিয়ন মার্কিন ডলার বলে সোমবার (১৭ জুন) জানিয়েছে পুলিশ ও প্রসিকিউটররা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, হামবুর্গে প্রায় ২৪.৫ টন, ডাচ বন্দর রটারডামে আরো আট টন এবং ইকুয়েডরের গুয়াকিলে তিন টন কোকেন জব্দ করা হয়েছে।

গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরে ৯টি শিপিং কনটেইনারের বৈধ পণ্যের মধ্যে এই মাদক পাওয়া গেছে। এই অবৈধ বাণিজ্যের বিষয়ে জার্মান তদন্তকারীদের সতর্ক করেছিল কলম্বিয়ান কর্তৃপক্ষ।

ইউরোপোলের সঙ্গে কাজ করা ওপি প্লেক্সাস নামে পরিচিত একটি দল আটজন প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তাদের মধ্যে দুইজন জার্মান, দুইজন তুর্কি এবং অন্যরা আজারবাইজান, বুলগেরিয়া, মরক্কো ও ইউক্রেনের।

তদন্তকারীরা জানিয়েছেন, এ বছরের মে মাসের শেষের দিকে এবং জুনের শুরুতে জার্মানিজুড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বেশ কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও সোনার বার, নগদ প্রায় ২৫ হাজার মার্কিন ডলার এবং প্রায় দুই লাখ ৬৮ হাজার মার্কিন ডলার মূল্যের একটি পোর্শে গাড়ি জব্দ করেছে পুলিশ।

জার্মানির ডুসেলডর্ফ শহরের শুল্ক তদন্ত কর্তৃপক্ষের প্রধান টিনো ইঙ্গেলম্যান বলেছেন, জার্মানিতে জব্দ করা কোকেনের পরিমাণ প্রতিবছরই বাড়ছে। ২০২৩ সালে মোট প্রায় ৪৩ টন কোকেন জব্দ করা হয়েছিল।

এই কাজের প্রশংসা করে জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার বলেন, ‘প্রত্যেক অপরাধীর অবশ্যই জানা উচিত, আমরা আমাদের নাগরিক ও ব্যবসার নিরাপত্তা রক্ষা করব।’