অনলাইন ডেস্ক : ভারতে সাত ধাপের লোকসভা নির্বাচন শনিবার (১ জুন) শেষে হয়েছে। এ নির্বাচনের ফলাফল আগামী মঙ্গলবার (৪ জুন) ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের বুথফেরত জরিপে বলা হচ্ছে, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। খবর এনডিটিভি।
কেউ কেউ বলছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসন পাবে। পাঁচটি বুথফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে ইন্ডিয়া ব্লক অনেক পিছিয়ে থাকবে।
তবে বুথফেরত জরিপ সব সময় সঠিক হয় না। পাঁচটি বুথফেরত জরিপে বলা হয়েছে মোদি জোট এনডিএ ৩৬৫ আসনে জিতবে। অন্যদিকে কংগ্রেস জোট ইন্ডিয়া ব্লক পাবে ১৪২ আসন।
জান কী বাতের দেয়া ভোটের হিসেবে বলা হয়েছে, এনডিএ ৩৬২ থেকে ৩৯২ আসনে জয় পেতে পারে। অন্যদিকে বিরোধী দল ১৪১ থেকে ১৬১ আসন পেতে পারে।
ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। দেশটির এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট।