অনলাইন ডেস্ক : বিমানে নারী যাত্রীদের স্বস্তির কথা চিন্তা করে বিশেষ সুযোগের ব্যবস্থা করলো ভারত। এখন থেকে বিমানে নারীরা নারীদের পাশে বসতে পারবেন।
বিমানে ওয়েব চেক ইনের সময় একজন নারী যাত্রী সিট বাছাইয়ের ক্ষেত্রে দেখে নিতে পারবেন যে, কোন কোন সিটে নারী যাত্রীরা প্রি-বুক করেছেন। সেই মতো কোনো নারী সহযাত্রীর পাশে ওই নারী নিজের সিট বুক করতে পারবেন।
এ বিষয়ে ভারতের এয়ারলাইন্স কোম্পানি ইন্ডিগো বলছে, ‘আমাদের নারী যাত্রীদের যাত্রার অভিজ্ঞতা যাতে আরও সুখকর হয়, তার জন্যই এই নিয়ম চালু হচ্ছে। আশা করছি এতে নারীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’