অনলাইন ডেস্ক : উড্ডয়নের সময় যাত্রীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটের অ্যাটেনডেন্ট। বিমানটি লন্ডন বিমানবন্দর থেকে উন্নয়নের সময়ে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নতুন বছরের দিন বিমানটির হংকংয়ে যাওয়ার কথা ছিল। এ সময় ৫২ বছর বয়সী বিমানের ওই ক্রু যাত্রীদের সামনেই মারা যান।

উড্ডয়নের জন্য বিমানটির দরজা বন্ধ করা হয়। যাত্রীরা তাদের সিট বেল্ড বেঁধেছেন। এমন সময় ওই ক্রু তার সিটে থাকা অবস্থায় মারা যান। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। বিমানের পাইলট যাত্রীদের মধ্যে কোনো ডাক্তার আছেন কিনা তার ঘোষণা দেন। কিন্তু শেষ পর্যন্ত ফ্লাইট বাতিল করে তাকে হাসপাতালে নেওয়া হলেও কোনো কাজ হয়নি।

বিমানের ওই ক্রু সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। শেষ পর্যন্ত ফ্লাইটটি একদিন বিলম্বিত করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ান দেয়।

এ বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, ক্রু সদস্যের মৃত্যুতে আমার কঠিন সময় পার করছি।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজে দ্বিতীয়বার ফ্লাইট অ্যাটেনডেন্টের মৃত্যুর ঘটনা ঘটল।