অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় দুই নারী ভোট জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী রুডি জুলিয়ানি। কিন্তু তার এই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে আদালতে। ফলে ক্ষতিপূরণ হিসেবে ওই দুই নারীকে ১৪ কোটি ৮০ হাজার ডলারের বেশি অর্থ দিতে জুলিয়ানিকে নির্দেশ দিয়েছে আদালত।

তিনি যে দুই নারীর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন তারা হলেন জর্জিয়ায় নির্বাচনী দায়িত্ব পালনকারী রুবি ফ্রিম্যান এবং তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মস। আদালত রুডি জুলিয়ানিকে ওই নির্দেশ দেয়ার পর মিস শায়ে মস বলেছেন, কয়েকটি বছর তার হতাশার মধ্য দিয়ে কেটেছে। শেষে চার দিনের শুনানির পর শুক্রবার আদালত ওই রায় দেয়। এদিন প্রতিজন নারীকে ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ডলার করে দিতে জুলিয়ানিকে নির্দেশ দেয় আট জুরি বোর্ড।

এর বাইরে ওই নারীদের মানসিক বিপর্যয় সৃষ্টি করার কারণে তাদের প্রতিজনের জন্য এক কোটি ৬০ লাখ ডলারের বেশি দিতে নির্দেশ দেয়া হয় জুলিয়ানিকে। এর বাইরে তাদের যে ক্ষতি হয়েছে তার জন্য ৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ তাদের মধ্যে ভাগ করে দেয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের এমন রায়ের পর জুলিয়ানি বলেন, আমি এমন বাজে জিনিস নিয়ে দুঃখ করি না।

বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন ছিল। এদিন মিস ফ্রিম্যান এবং মিস মসের আইনজীবি মাইকেল গোতলিয়েব বলেন, ওই ভুল তথ্যের জন্য জুলিয়ানির মধ্যে কোনো অনুশোচনা ছিল না। শেষ তিন দিনের শুনানি, তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে জুরিরা মিস ফ্রিম্যান ও মিস মসের অকথ্য ভয়াবহ দুর্ভোগের কথা বর্ণনা করেন আদালতে।