বাংলা ও বাঙালি
স্বাধীনতা তুমি মোরে পরিচয় দিলে
প্রসবিলে দশ মাসে মোর বাংলাদেশে
একাত্তরে বাঙালিরা নিজ দেশ পেলে
ত্রিশ লক্ষ প্রাণেরই বিনিময়ে শেষে।
হানিল কত যে প্রাণ বুদ্ধিজীবীদের
হিংস্র পশু সম যত পাকিস্তানী সেনা
সম্ভ্রম লুন্ঠিলো কত মাতা কন্যাদের
পাকিস্তান শোধ কর বাংলাদেশী দেনা।
মাতৃভাষা মাতৃভ‚মি জয় করে নিতে
অকুতোভয় বাঙ্গালী প্রমাণ যে করেছে
বাংলা ভাষা ও বাঙ্গালী পরিচিত হতে
মুক্তিযুদ্ধে নিজ দেশ জিনিতে পেরেছে।
পৃথিবীর বুকে এক নব দেশ হলো।
বাংলাদেশ মানচিত্রে নিজ স্থান পেল\
শেক্সপিয়ারীয়
অষ্টক – কখকখ গঘগঘ, ষটক – ঙচঙচ ছছ
পরভূমে
পরদেশে কেটে গেল আধেক জীবন,
স্বামী পুত্র সকলেই আছে পরভ‚মে,
তাইতো হবে না ফেরা কভু মাতৃভ‚মে,
হয়তো এই পরবাসে হবে যে মরণ!
পড়ে আছে স্বভ‚মিতে এ’ মন ও মনন,
মম চিতা জ্বলে যদি এদেশের ভ‚মে,
চিতাভস্ম যেন মিলে জলেতে স্বভ‚মে,
সব কিছু ঠিক হবে মরণের ক্ষণ।
মাতৃভ‚মি মাগো তুমি করো মোরে ক্ষমা,
যত ব্যথা রয়ে গেলো এ জীবনে জমা\
ভাই বোন সকলের ভালোবাসা ঠেলে,
ভালো লাগা ভালোবাসা সব দেশে রেখে,
মনের শান্তি সবই নিজ দেশে ফেলে,
এলাম হেথা বিদেশের স্বপ্ন চোখে মেখে\
ফরাসী
অষ্টক – কখখক কখখক, ষটক – গগ ঘঙঘঙ
বঙ্গবাসী
বেশ বসনভ‚ষণ বঙ্গললনার,
বংশানুক্রমে ব্যাপ্তি বহে বিশ্বময়,
বেনে বানায় বসন, বোনের বধূর,
বঙ্গগুণী বুনিতেছে বাংলার বংশীয়।
বাংলাদেশ বাংলা ভাষা বঙ্গের সন্তান,
বয়োবৃদ্ধদের বোলে বাংলার বিজয়ে,
বীরদর্পে বাংলার ছেলে বক্তব্য বলেন,
বঙ্গ ভাষায় বঙ্গেতে বিভাবসুজয়ে।
বেল, বিলিম্বি, বেদানা, বঁইচি, বড়ই,
বল বাড়ায় বাংলায় বসবাসকারীর।
বড়ণখা, বনচণ্ডাল, বেল, বকুলই,
বন বনস্পতিরূপ বর্ধনে বাংলার।
বঙ্গমাতা বঙ্গভ‚মি বক্ষের মাঝারে
বঙ্গ সন্তান বঙ্গাব্দ ব্যাপিকা বহেরে।।
শেক্সপিয়ারীয়
(টটোগ্রাম, প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট বর্ণ দিয়ে শুরু)
অষ্টক – কখকখ গঘগঘ, ষটক – ঙচঙচ ছছ
জন্মভূমি
হে আমার জন্মভ‚মি বঙ্গমাতা মম,
তোমার সন্তানেরে যে মানুষ বানাও,
মাথা উঁচু তাদেরকে করতে শেখাও,
কোটি কোটি সন্তান তব বাঁচে পশু সম।
ভুলে জীবন যাদের হলো আঁধারতম,
পাক থেকে তাদের কে টেনেই ওঠাও,
সুন্দরের সভা মাঝে তাদের পাঠাও।
ইচ্ছেতে আঁধারে যারা, তাদের না ক্ষম।
স্বর্গের মাটি দিয়ে গড়া এই মাতৃভ‚মি,
সবে রক্ষা করে যেন ভেবে পূণ্যভ‚মি\
বিশ্বাসঘাতকতা করে যে স্বদেশের সনে,
তাকে শাস্তি পেতে হবে জেনে রেখো সবে,
সারা বিশ্ব তাদেরকে ছুঁড়ে দেয় কোণে,
কখনও দেশদ্রোহীর ক্ষমা নাহি হবে।
ফরাসী
অষ্টক – কখখক কখখক, ষটক – গগ ঘঙঘঙ
প্রাচ্যের ডান্ডি
নারায়ণগঞ্জ গড়েছে শীতলক্ষ্যা পাড়ে,
বৃটিশ নাম দেয় যে প্রাচ্য এর ডান্ডি,
কত পাট, চট কল উঠেছে যে গড়ে,
সকলেরই এলে হেথা নুয়ে যেত মুণ্ডি।
গার্মেন্টস ফ্যাক্টরির এ’ সূতিকাগার,
বাংলার অর্থনীতিতে এ যে মূল্যবান।
জামদানি লালন করে পূর্ব ঐতিহ্যের,
এখানের তাঁতিদের এখনও তা দান।
পুরাকালে স্বাস্থ্যকর স্থান ছিল এটা,
শীতলক্ষ্যা রেখেছিল বিরাট ভ‚মিকা।
বাংলাদেশে পর্যটন কেন্দ্র ছিল সেটা,
কতো লোক ছিল হেথা নিয়ে স্ব জীবিকা।
ফিরাও আমার সেই ঐতিহ্য আবাস,
স্বাস্থ্যকর হতে কর সবুজের চাষ\
শেক্সপিয়ারীয়
অষ্টক – কখকখ গঘগঘ, ষটক – ঙচঙচ ছছ
আমার বাংলা
অহংকার হলো আমি বাঙালি সন্তান
বাংলাদেশে মেয়ে আমি, এই পরিচয়
বাংলা ভাষা গানেরই মতো শ্রæতিময়
বাংলাকে ধারণে বাড়ে বাঙালির মান।
শ্রæতিমধুর বাংলাই বাঙালির প্রাণ
বাঙালি প্রাণ সর্বদা উজ্জ্বল যে হয়
বাঙালি রান্নার স্বাদ রসনাতে রয়
মেলোডিতে ভরা বাংলা সুরময় গান।
মেধা ও মননে সেরা বাংলার মানব
শ্যামলিমা ঘেরা সারা বাংলার প্রান্তর
একাত্তরে বাঙালির রক্তে ভেজে মাটি
তাড়িয়েছে পাকিস্তানী যুদ্ধের দানব
শহিদ হারিয়ে কাঁদে বাঙালি অন্তর
মুক্তিরা ছিল বাঙালি সন্তান যে খাঁটি\
পেত্রাকীয়
অষ্টক – কখখক কখখক, ষটক – গঘঙ গঘঙ
স্বাধীনতা নাকি স্বেচ্ছাচারিতা
ত্রিশ লক্ষ তাজা প্রাণ উৎসর্গের ফল
কোটি মানুষ পেল যে এই বাংলাদেশ
স্বেচ্ছাচারিতায় সব হলো যে বিকল
অসৎ লোকে করেছে যে এদেশ শেষ।
স্বাধীনতার নামটা যে স্বেচ্ছাচারিতা-
এ দেশেতে হয়ে গেছে কালের আবর্তে।
বীরের রক্তে রাঙানো এই স্বাধীনতা
জবাবদিহির সময় হয়েছে যে মর্তে।
জাতির জনককে মেরে ক্ষমতালোভীরা
আঁধারে পাঠিয়েছিল সোনার দেশটা,
পা চাটা – ক্ষমতালিপ্সু বুর্জোয়া আমলারা,
রঙ পাল্টে এ দেশের করল কী হালটা!
গিরগিটিদের মুখোশ টেনে ছিঁড়ে দিলে
সোনার বাংলার পুনঃ স্বাধীনতা মিলে।
শেক্সপিয়ারীয়
অষ্টক – কখকখ গঘগঘ, ষটক – ঙচঙচ ছছ
স্মরণ দিবস
এগারোই নভেম্বরে বেলা এগারোটা
প্রথম বিশ্বযুদ্ধের শত্রæতা সমাপ্তি।
যুদ্ধ শেষে শান্তি হলো পৃথিবীর প্রাপ্তি,
এগারোতে মনে পড়ে ভয়াল কালটা।
কমনওয়েল্থ দেশগুলো মানে সবক’টা
রিমেমবারেন্স দিবসে এ’ পরিসমাপ্তি
পপি দিয়ে শহিদেরে শ্রদ্ধা করে জ্ঞাপ্তি
যুদ্ধ ক্ষেত্রে প্রাণ দানে’ জন্য পাওয়াটা।
সশস্ত্র বাহিনী’ সব সদস্য স্মরণে
স্মরণ দিবস মানে সব জনগণে।
যুদ্ধে জড়িয়ে ছিল সব কটা দেশ
একদল মিত্র আর অন্য শত্রæ পক্ষ
মানুষ মানুষে মেরে যুদ্ধ হলো শেষ
প্রমাণ করল অস্ত্রে কে যে কত দক্ষ।
ফরাসী
অষ্টক – কখখক কখখক, ষটক – গগ ঘঙঘঙ
বীরাঙ্গনা সন্তান
আমি জন্মেছিলাম এক স্বাধীন দেশে
পরাধীনতা সম্বল করা কোনো ক্ষণে
ছিনিয়ে নিতে জন্মভ‚মি অসম এ রণে
বীরাঙ্গনার সম্ভ্রম বিনিময়ে শেষে।
যে দেশের স্বাধীনতা পাওয়ার রেশে
গোত্র পরিচয় হীন মম প্রবেশ এ বনে
হয়েছে আমারই মত আরো শিশু সনে
জন্মেছিলাম এ দেশে পিতৃ হীন বেশে।
মেলেনি আমার স্থান স্বাধীন মাটিতে
মোর মা হয়নি পূজ্য কোন বীর সম।
পারিনি আমি এ ভ‚মে গর্বেতে হাঁটিতে
জন্মেই জীবন হলো অন্ধকার তম।
যুদ্ধ শিশু জন্ম নিয়ে স্বাধীনতা এল,
আমাদের ঠাঁই বাংলার মাটিতে না হলো\
কখখক : কখখক :: গঘগঘ : ঙঙ
বাংলার স্বাধীনতা
ইয়াহিয়া খান ছিল বড়ো শয়তান
উনিশ শ একাত্তরের পঁচিশে মার্চেতে
গণহত্যা শুরু করে বাংলার গর্ভেতে
নৃশংসতা করেছিল হীন পাকিস্তান।
রাজাকার আলবদর ও পাকি মাস্তান
বাঙালির রক্ত নিয়ে যুদ্ধে ছিল মেতে
মুক্তিযোদ্ধারা রেখেছে পাকিরে ভয়েতে
বাঙালির কাছে হেরে করেছে প্রস্থান
২৬ মার্চে স্বাধীনতা ঘোষণাটা হলে
জয় ১৬ ডিসেম্বরে, জয় বাংলা বোলে।
তিরিশ লক্ষ বাঙালি প্রাণ দিয়েছিল
বুদ্ধিজীবিদের পাক সেনারা হেনেছে
হাজার হাজার শিশু জন্ম নিয়েছিল
দুই লক্ষ বীরাঙ্গনা সম্ভ্রম দিয়েছে\
ফরাসী
অষ্টক – কখখক কখখক, ষটক – গগ ঘঙঘঙ
অটোয়া, কানাডা