অনলাইন ডেস্ক : গত ২৯ অক্টোবর, রবিবার টরন্টোর ইউনিভার্সিটি এভিনিউ’র মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল অফিসের সামনে ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট’ এর আয়োজনে এই বিক্ষোভ সমাবেশে ইসরাইলে কানাডার সব ধরনের সাহায্য বন্ধসহ গাজা এলাকায় যুদ্ধ বন্ধের দাবী জানানো হয়।
দুপুরের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলাকালে টরন্টোর পুলিশ ডান্ডাস এবং কুইন স্ট্রীট এলাকা বন্ধ রাখে। ইসরাইল–হামাস সামরিক সংঘাত শুরু হবার পর থেকে গত তিন সপ্তাহ ধরে প্রতি শনি বা রবিবার ফিলিস্তিনি ও ইসরাইলের সমর্থকরা পৃথক পৃথকভাবে টরন্টোতে নিজেদের পক্ষের সমর্থনে সমাবেশের আয়োজন করে চলেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণে শতাধিক ইসরাইলি নিহত হয় এবং এর রেশ ধরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানেয়হু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ইসরাইলি বাহিনী ইতোমধ্যে সাধারণ ফিলিস্তিনিদের উপর ব্যাপক হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় ৮ হাজার বেসামরিক মানুষকে নিহত করে এবং গাজা এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে। ইসরাইলের প্রধানমন্ত্রীর দাবী, ঐ এলাকায় হামাসের সদস্যরা বিচরণ করছে।
হামাস এবং ইসরাইলের এই সামরিক সংঘাতকে কেন্দ্র করে বর্তমানে পৃথিবীর বেশ কয়েকটি রাষ্ট্র দুই মেরুতে অবস্থান করছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল বেøয়ার গত সপ্তাহে হামাস’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং বিরোধী দলের নেতা হামাসের আক্রমণের নিন্দা জানিয়ে ইসরাইলের পক্ষ সমর্থনের কথা জানিয়েছেন।
তবে অসংখ্য সাধারণ মানুষ প্যালেস্টাইন রাষ্ট্রে ইসরাইলের দখলদারীর বিরুদ্ধে সরব হয়েছেন এবং তারা সব সময় মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইন – ইসরাইল দীর্ঘদিনের দ্বন্দ্বের একটা গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করেন। এমনকি র?্যালীতে অংশ নেয়া একজন ইহুদী গাজা অঞ্চলে ইসরাইলের সামরিক সহিংসতাকে নিন্দা জানিয়ে বলেন, গাজার মানুষের প্রতি ইসরাইলি বাহিনী যা করছে, সেটা একেবারে অমানবিক। তিনি প্রত্যাশা করেন, এই সমস্যার খুব দ্রæত সমাধান হবে এবং ঐ এলাকার মানুষ স¤প্রীতি ও সৌহার্দের সাথে আগামীতে বসবাস করবে।
গাজায় ইসরাইলি বাহিনীর বর্বোরচিত হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের মুক্তির দাবীতে গত ২২ অক্টোবর, রবিবার ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র বাংলা টাউনে কানাডা প্রবাসী বাংলাদেশীরা এক সমাবেশের আয়োজন করে।
সূত্র : দ্য এসোসিয়েটেড প্রেস