অনলাইন ডেস্ক : হামাসের বিপক্ষে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলার পর ইসরায়েলকে সব ধরনের সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরায়েলের কোনো প্রতিপক্ষ এই পরিস্থিতির যেন সুযোগ না নেয় সেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার থেকে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গাজা। গাজা থেকে হামাসের হাজার হাজার রকেট হামলায় ইসরায়লে নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহত ২৩২ জন ছাড়িয়েছে। উভয় দেশে আহতের সংখ্যা হাজারের বেশি।
সংঘাতের পরদিন শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন বাইডেন। ফোনে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন তিনি।
এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ করছে।তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য সরকারে সঙ্গে কাজ করছে যেন এই সংকট বৃদ্ধি না পায়। আমরা নিশ্চিত করতে চাই এই সংঘাত যেন গাজাতেই সীমাবদ্ধ থাকে।