অনলাইন ডেস্ক : কানাডার টরেন্টো-অন্টারিও শহরে বসবাসরত সিলেট এমসি কলেজ এবং সিলেট সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে বাংলা টাউনের ড্যানফোর্থ এভিনিউ’তে অবস্থিত রেড হট তান্দুরী রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সবার উপস্থিতিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। টরেন্টো শহরের অসংখ্য সামাজিক সংগঠনের ভিড়ে যুক্ত হল চমৎকার একটি সংগঠন যা সম্পূর্ণভাবেই প্রতিষ্ঠানভিত্তিক অরাজনৈতিক একটি প্লাটফর্ম। এ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, শিক্ষা এবং মানব উন্নয়নে কমিউনিটিতে যথাসাধ্য ভ‚মিকা রাখা। সিলেট এমসি কলেজ এবং সিলেট গভার্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অন্টারিও।
সভায় সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে জনাব সুলতান মোহাম্মদ কিবরিয়াকে আহবায়ক এবং সবুজ চৌধুরী টিটুকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয় জনাব আতাউর রহমানকে। যুগ্ম সদস্য সচিব হিসাবে মনোনীত করা হয় জনাব তানভীর চৌধুরী এবং অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় জনাব আবুল এন চৌধুরী বাবেলকে। সংগঠনের অন্যান্য সদস্যরা হচ্ছেন, আব্দুর রহমান, আফজাল খান, চমন আফরোজ চৌধুরী, এমাদ হোসাইন, নওয়াজ চৌধুরী সাজু, আহমেদ কুরাইশী, মাসুক চৌধুরী, কামরুল হাসান সাহান, ফুজেল আহমদ, রাধিকা রঞ্জন, গোলাম ইমরান সুমন ও তাহমিনা আক্তার চৌধুরী।