অনলাইন ডেস্ক : অবশেষে বড় শঙ্কা থেকে রেহাই পেলো মার্কিন সরকার। দেশটির সরকার শেষ মুহূর্তেঅচলাবস্থা এড়াতে সক্ষম হয়েছে। আজ রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারকে সাময়িকভাবে অর্থায়নের প্রস্তাবিত একটি বিল প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হয়েছে।
মার্কিন সরকারকে আগামী মধ্য নভেম্বর থেকে সচল রাখতে এ বিল পাস হয়েছে। হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি এই বিল প্রস্তাব করেছিলেন। এই বিল পাস হলেও ইউক্রেনের জন্য নতুন করে কোনো অর্থায়ন এতে যোগ করা হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের নিম্নকক্ষে এই বিলের পক্ষে ৩৩৫ জন আইনপ্রণেতা ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ৯১টি। পরবর্তীতে সিনেটে এই বিলের পক্ষে ভোট দেন ৮৮ জন সিনেটর। এর বিপক্ষে ভোট দেন ৯ জন। এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে সাক্ষ্বর করলে এটি আইনে পরিণত হবে।
এর আগে দেশটির স্থানীয় সময় গত শুক্রবার নিম্নকক্ষে বিরোধী ২১২ জন ডেমোক্রেট প্রতিনিধির সঙ্গে কট্টরপন্থি ২১ জন রিপাবলিকান প্রস্তাবিত বিলটির বিপক্ষে ভোট দেন। এতেই আটকে যায় এ বিল। তবে শেষমেশ আশঙ্কা কাটল মার্কিন সরকারের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার অচল হয়ে পড়লে মার্কিন সশস্ত্র বাহিনীগুলোতে বাজে প্রভাব পড়ত। সেইসঙ্গে সরকারি সংস্থাগুলোর বেতন বন্ধ হয়ে যেত।