অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর অন্যতম সাবেক জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে দেখা করেছেন। তিনি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করেন বলে ক্রেমলিন জানিয়েছে।
আন্দ্রেই ট্রোশেভ হলেন প্রয়াত ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিনের একজন সাবেক সহযোগী। প্রিগোজিন আগস্টে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন।
ওয়াগনার সেনারা সংক্ষিপ্তভাবে মস্কোতে অগ্রসর হওয়ার দুই মাস পর তার মৃত্যু ঘটে। জুনে ওয়াগনারের বিদ্রোহের পর পুতিন তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করার সময় এই বৈঠক হলো।
ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন ট্রোশেভকে ইউক্রেনে স্বেচ্ছাসেবক যোদ্ধা ইউনিটের তদারকি করতে বলেছেন।
ট্রোশেভকে সম্বোধন করে ইউক্রেনের প্রসঙ্গে পুতিন বলেছেন, ‘যুদ্ধের বিভিন্ন কাজ করতে পারে এমন স্বেচ্ছাসেবক ইউনিট, সর্বোপরি, অবশ্যই, একটি বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আপনি জানেন, সমস্যাগুলো আগে থেকেই সমাধান করা দরকার, যাতে যুদ্ধের কাজটি সর্বোত্তম ও সবচেয়ে সফলভাবে হয়।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা রিয়াকে বলেছে, ট্রোশেভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করছেন।
প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রিগোজিন একটি বিদ্রোহ সংঘটিত করেন, দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভের দিকে সেনা পাঠায়। তারপর পশ্চাদপসরণ করার আগে মস্কোর দিকে এগিয়ে যায়।
দুই দশকের মধ্যে পুতিনের কর্তৃত্বের জন্য এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রুশ প্রেসিডেন্ট গত মাসে ওয়াগনার ও অন্যান্য বেসরকারি সামরিক ঠিকাদারদের সব কর্মীকে রাশিয়ান রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
সেদোই নামেও পরিচিত ট্রোশেভ, যার অর্থ ধূসর চুলের ব্যক্তি। তিনি আফগানিস্তান ও চেচনিয়ায় রাশিয়ার যুদ্ধের একজন সম্মানিত অভিজ্ঞ সাবেক সেনা। ২০১৫ ও ২০১৬ সালে ওয়াগনার কমান্ডার হিসেবে সিরিয়ায় সরকারি বাহিনীকে সমর্থন করতে তার ভূমিকার জন্য তিনি হিরো অব রাশিয়া পুরস্কারে ভূষিত হন।
২৩ আগস্ট মস্কোর কাছে দুর্ঘটনায় প্রিগোজিন ও অন্য ৯ জন নিহত হন। ব্যর্থ বিদ্রোহের পর ওয়াগনারপ্রধানকে অনেকে নিন্দা করেছিলেন। ক্রেমলিন এ দুর্ঘটনায় কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।
সূত্র : বিবিসি