বিনোদন ডেস্ক : ‘সিংহাম’ সিরিজের নতুন সিনেমার কাজ শুরু করতে চলেছেন রোহিত শেট্টি। এরই মাঝে সিনেমাটি যে বার্তা দিচ্ছে তা নিয়ে আপত্তি জানিয়েছেন বম্বে হাই কোর্টের বিচারপতি গৌতম প্যাটেল।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে পুলিশ কেন্দ্রিক হিন্দি বাণিজ্যিক সিনেমা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গৌতম প্যাটেল।
তার মতে, পুলিশকে নিয়ে রসিকতা বা পুলিশ মানেই অসৎ— সেটা ঠিক নয়। আর এই ধরনের মন্তব্য তা হলে বিচারক, রাজনীতিক বা সংবাদিকদের নিয়েও করা যেতে পারে। বিচারপতির কথায়, ‘‘এই জন্যই ধর্ষণের অভিযুক্ত পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আর দর্শক ভাবেন এটাই হওয়া উচিত। উচিত বিচার করা হয়েছে। কিন্তু সত্যিই কি তাই?’’
এই ধরনের চিন্তাভাবনা ভারতীয় সিনেমাতে আরও বেশি করে দেখানো হচ্ছে বলে মনে করেন গৌতম প্যাটেল। তার কথায়, ‘‘শান্ত একটু ভিরু প্রকৃতির বিচারকদের সঙ্গে ছবিতে পুলিশ খারাপ ব্যবহার করে। অভিযুক্ত ছাড়া পাওয়ার জন্য তারা আদালতকে দোষী সাব্যস্ত করে। তারপর নায়ক একাই আইন নিজের হাতে তুলে নেয়!’’
এরই সঙ্গে তিনি ‘সিংহম’ সিনেমার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘ছবির শেষে দেখা যায় প্রকাশ রাজের উপর সব পুলিশ চড়াও হয়ে দুষ্ঠের দমন করা হলো। কিন্তু সেটা কি প্রকৃত বিচার?’
এই ধরনের বার্তা সমাজের পক্ষে ক্ষতিকর বলেই তিনি মনে করেন। তার কথায়, ‘‘বিচার ব্যবস্থার একটা পদ্ধতি রয়েছে।’’
বিচারপতি গৌতম প্যাটেলের এই বক্তব্য প্রসঙ্গে রোহিত শেট্টি অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া দেননি।
২০১১ সালে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহাম’। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অজয় দেবগন। সিক্যুয়েল ‘সিংহাম রিটার্নস’ মুক্তি পায় তিন বছর পর। রোহিতের পুলিশ ব্রহ্মাণ্ডের পঞ্চম ছবি ‘সিংহম এগেইন’-এর শুটিং সম্প্রতি শুরু হয়েছে। অজয় ছাড়াও এই ছবিতে থাকছেন অক্ষয় কুমার এবং রণবীর সিং।