অনলাইন ডেস্ক : সম্প্রতি কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি সই হয়েছে। এর আওতায় পাঁচ মার্কিন নাগরিক দোহায় পৌঁছেছেন। সেখান থেকে আরেকটি উড়োজাহাজে করে তাদের যুক্তরাষ্ট্রে নেয়া হবে। সোমবার (১৮ সেপ্টেম্বর) তেহরান বিমানবন্দর থেকে তাদের নিয়ে দোহায় আসে কাতারের উড়োজাহাজ। পাঁচ মার্কিন নাগরিক ছাড়াও তাদের দুই আত্মীয় ও ইরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত রয়েছেন। খবর আল জাজিরা।
উড়োজাহাজ থেকে নেমে মুক্তিপ্রাপ্ত এসব মার্কিন নাগরিকের মধ্যে তিনজন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলিঙ্গন করেন। তবে তারা তাদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। ইরানের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় ভূমিকা রাখার জন্য কাতার, ওমান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গত কয়েক মাস ধরে এ বন্দিবিনিময় নিয়ে আলোচনা করে তেহরান ও ওয়াশিংটন। দোহার মধ্যস্থতায় ইরানি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে অন্তত আট দফা আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর বিভ্ন্নি ইস্যু নিয়ে মতবিরোধ থাকলেও জব্দকৃত ৬০০ কোটি মার্কিন ডলার ছাড় দিলে বন্দিবিনিময়ে সম্মত হয় ইরান। তবে এসব অর্থ চিকিৎসা খাতে খরচ করতে হবে ইরানকে।