অনলাইন ডেস্ক : গত ২ ও ৩ সেপ্টেম্বর, শনি ও রবিবার উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে ও টরন্টোর পাঠশালা’র স্থানীয় আয়োজনে টরন্টোর জাপানিজ কানাডিয়ান কালচারাল সেন্টারে আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয় পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য, কানাডার ৪টি প্রদেশ, লন্ডন, ফ্রান্স, ইরান থেকে শতাধিক সাহিত্যিক-সাহিত্যানুরাগী উপস্থিত হন।

টরন্টোর এই ব্যতিক্রমধর্মী সাহিত্য সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক একুশে পদক ও বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত জ্যোতিপ্রকাশ দত্ত এবং বাংলা অভিধান প্রণেতা, বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক, বাংলার সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব জামিল চৌধুরী একুশে পদকপ্রাপ্ত জামিল চৌধুরী।

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে প্যানেল আলোচনা, স্বরচিত গল্প পাঠ ও আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা, স্বরচিত প্রবন্ধ পাঠ ও আলোচনা, সাহিত্যের বটতলা, বই প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশের বিভিন্ন সময়ে যে সব বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, সেগুলো হচ্ছে, ‘রবীন্দ্রোত্তর কবিতা : কল্লোল থেকে কাদরী, বাসে প্রবাসে’, ‘রবীন্দ্রনাথ : জ্ঞান ও শিল্পের আনন্দতীর্থে’, ‘বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা’ (অভিবাসী লেখকদের অন্তর্জালে যোগদান), ‘কাগজ, ক্যানভাস, সেলুলয়েড চলচ্চিত্র ও চিত্রকলায় সাহিত্য’ এবং ‘বাংলা গদ্যশৈলী : স্বাতন্ত্র্য, সৌকর্য, সৌন্দর্য’।

অনুষ্ঠানে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের স্মারক সাহিত্য সংকলন ‘হৃদবাংলা’ প্রকাশিত হয়।

এবারে হৃদবাংলা’য় ৫টি মহাদেশের দুই শতাধিক অভিবাসী বাংলাভাষী লেখকের গল্প-কবিতা-প্রবন্ধ স্থান পেয়েছে। শুধুমাত্র টরন্টো থেকেই সত্তর জনেরও বেশি এবং কানাডা থেকে প্রায় শতজন লেখকের সাহিত্যকর্ম ছাপা হয়েছে।

দুই দিনের এই প্রাণবন্ত ও উচ্ছ¡সিত সমাবেশ জীবনের এক পরম আনন্দের স্মৃতিময় সময় বলে উপস্থিত সবাই মন্তব্য করেন।